নিউজ ডেস্ক: মালদা স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে রবিবার রাতে দুই কোটি টাকারও বেশি মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হল। গ্রেফতার হয়েছে একজন।
সন্দেহভাজন এক ব্যক্তিকে পাকড়াও করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কথায় অসঙ্গতি ধরা পড়তেই আরও চেপে ধরেন আধিকারিকরা। তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি শুরু হয়। কম্বলের ভিতর তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় রেল পুলিশের। প্যাকেটে করে মোড়া ছিল ব্রাউন সুগার। তারপরই বমাল সমেত ওই ব্যক্তিকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তি মালদহের কালিয়াচকের বাসিন্দা। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ ৪ কিলো ৪৬০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুই কোটি ২০ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মণিপুর থেকে ওই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদহের কালিয়াচকে।
অনুমান, একটা বড় চক্র এর পিছনে কাজ করছে। ধৃতকে জেরা করে চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ পেতে চাইছে মালদা টাউন স্টেশনের জিআরপি। মালদা টাউন জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানাচ্ছেন, কলকাতা এসটিএফ থেকে আমাদের কাছে খবর আসে, ডাউন বিবেক এক্সপ্রেসে বিপুল পরিমাণে ব্রাউন সুগার পাচার করা হচ্ছে৷ ওই খবরের ভিত্তিতে আমরা মালদা টাউন স্টেশনে জাল পাতি৷ ডিব্রুগড় থেকে বিবেক এক্সপ্রেস মালদা স্টেশনে থামলে একটি ছেলে মালপত্র নিয়ে ট্রেন থেকে নামে ৷ আমরা তাকে আটক করি৷ তার হেফাজত থেকে ৪ কিলো ৪৬০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়৷ সে এই মাদক মণিপুর থেকে সংগ্রহ করেছিল৷ ধৃতের বাড়ি কালিয়াচকে৷ তবে তদন্তের স্বার্থে তার নাম এখনই প্রকাশ করা যাবে না।