নিউজ ডেস্ক: সোমবার পঞ্চম দিনে জয় পেয়ে গেল আফগানিস্তান, মাত্র ১৫ বলে। জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল শহিদির দল। প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল।
বুলাওয়েতে সোমবার দ্বিতীয় টেস্ট জিততে জিম্বাবুয়ের দরকার ছিল ৭৩ রান, আর আফগানিস্তানের দরকার ছিল ২ উইকেট। কিন্তু পঞ্চম দিনে কোনও রান না করেই দুই উইকেট হারিয়ে ফেলে ম্যাচ ও সিরিজ হারে জিম্বাবুয়ে। ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তারা থামে ২০৫ রানে।
রশিদ খান ছিলেন আফগানিস্তানের জয়ের নায়ক। তিনি প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে নেন ৭ উইকেট, যা আফগানিস্তানের হয়ে এক ইনিংসে সেরা বোলিং ফিগার। এ নিয়ে দ্বিতীয়বার টেস্টে ৭ উইকেট পেলেন রশিদ খান। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান করেন আরভিন। তিনি করেন ৫৩ রান। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রশিদ খান। আর সিরিজ সেরা হয়েছে রহমত শাহ।