নিউজ ডেস্ক: উত্তর প্রদেশে এক মধ্যবয়সী ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের ধুমানগঞ্জ থানার অন্তর্গত সি পিডব্লিউডি ফেজ-২ কেন্দ্রাচল এলাকায়। মৃতের নাম শ্যাম সুন্দর (৫৮)। এদিন আচমকাই বাড়ির লোকজন তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। কিন্তু সুস্পষ্ট কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। তদন্ত শুরু করেছে পুলিশ।