নিউজ ডেস্ক: সোমবার বাংলাদেশ থেকে দেশে ফেরা ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে সাগরদ্বীপে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে গিয়ে মুক্তি পাওয়া ভারতীয় মৎস্যজীবীদের স্বাগত জানান। তাঁদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গত অক্টোবরে ৯৫ জন মৎস্যজীবী ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। জলসীমা অতিক্রম করার অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌসেনা তাঁদের গ্রেফতার করে। সেই থেকে বাংলাদেশের জেলে বন্দি ছিলেন ওই মৎস্যজীবীরা। রবিবারই জানানো হয়েছিল, সোমবার মুখ্যমন্ত্রী বাংলাদেশের আটক মৎস্যজীবীদের হেলিপ্যাড থেকে হস্তান্তর করবেন। সেই মতোই এই হস্তান্তর প্রক্রিয়া এদিন সম্পন্ন হল।