নিউজ ডেস্ক: বাঁকুড়া পুষ্পমেলায় নানা প্রজাতির বাহারি ফুল, অর্কিড, ক্যাকটাস এবং আশ্চর্য আয়ুর্বেদিক সবজি ফলনের প্রদর্শনী দেখা চলছে। টবের একটি গাছে ফুলকপি, বাঁধাকপি ও ওলকপির একত্রিত ফলন মেলার বিশেষ আকর্ষণ। এছাড়া আয়ুর্বেদিক গুণসম্পন্ন জুকিনি, যা কুমড়ো গাছের মতোই। আয়ুর্বেদিক চিকিৎসায় এই সবজির অনেক কদর। এছাড়াও হাজারো চন্দ্রমল্লিকার টব নজর কেড়েছে পুষ্পপ্রেমীদের। বাঁকুড়ার রুক্ষ মাটিতে অর্কিড যেমন নজর কেড়েছে তেমনই নানা ধরনের ক্যাকটাস দেখে প্রশংসায় পঞ্চমুখ পুষ্পপ্রেমীরা।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলোক সেন মজুমদার এই মেলার উদ্বোধন করেন। উদ্যোক্তারা জানান, কলকাতা থেকে আসা বিশেষজ্ঞরা প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার পুরস্কার দেওয়া হবে।