নিউজ ডেস্ক: মহানগরী কলকাতায় ফের বৃদ্ধি পেল তাপমাত্রা, মঙ্গলবার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের অন্যত্রও। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার বেড়ে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ঘন কুয়াশাও থাকতে পারে। উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্ঝার জন্যই দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী।