নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ শ্রীকান্ত পল্লী এলাকায় এখনও রয়েছে বাঘের আতঙ্ক। গ্রামের মানুষজন গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের ঝোপের পাশে বাঘের পায়ের ছাপ দেখতে পান। বন দফতরকে খবর দিলে বন দফতর ঘটনাস্থলে এসে ওই ম্যানগ্রোভের জঙ্গল ঘিরে রাখে। জঙ্গল ঘেরার সময় বাঘের গর্জনও শোনেন তাঁরা। এমনকি কয়েকজন বাঘটিকে দেখতে পেয়েছেন বলেও দাবি তাঁদের। রাতে এলাকায় রাত পাহারার ব্যবস্থা করা হয়। জাল দিয়ে জঙ্গলের তিনদিক ঘিরে দেওয়া হলেও নদীর দিকটা খুলে রাখা হয় যাতে বাঘ পুনরায় জঙ্গলে ফিরে যেতে পারে। সারা রাত গ্রামের দিকে মশাল জ্বালিয়ে রাখা হয়, এমনকি পটকাও ফাটানো হয়। যদিও বাঘ জঙ্গলে ফিরে যায়নি বলেই দাবি বন কর্মীদের। মঙ্গলবার সকালে বন কর্মীরা নাইলনের জাল পরীক্ষা করতে গিয়ে দেখেন বাঘটি পাশের একটি ঝোপের মধ্যে ঢুকে পড়েছে। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। বন কর্মীরা বাঘটি যে ঝোপের মধ্যে রয়েছে সেটিকে ঘেরার প্রস্তুতি শুরু করছেন।