নিউজ ডেস্ক: নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনের প্রথম ‘শহীদ’-দের মঙ্গলবার শ্রদ্ধা জানালন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সবার্তাতেও লিখলেন নন্দীগ্রাম আন্দোলনের কথা।
২০০৭ সালের শুরুতে নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল, সেই সূচিতে গুরুত্বপূর্ণ দিন হল ৭ জানুয়ারি। জমি আন্দোলনে ওই দিন তিন জনের মৃত্যু হয়েছিল। জমিরক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ওই তিন জনের দেহ উদ্ধার হয় স্থানীয় সোনাচূড়ার ভাঙাবেড়া সেতুর কাছ থেকে। এই তিনজনকে জমি রক্ষা আন্দোলনের প্রথম ‘শহীদ’-এর সম্মান দেন আন্দোলনকারীরা। মূলত সেই কারণেই তৃণমূল এবং শুভেন্দু অধিকারী প্রতি বছর এই দিন সেখানে ‘শহীদ স্মরণে কর্মসূচি’-তে সমাবেশ করেন।
এ দিন শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “৭ই জানুয়ারী নন্দীগ্রাম আন্দোলনের আরেকটি রক্তাক্ত পর্ব চিহ্নিত করে; ২০০৭-এর মতো, ভারত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি এবং শেখ সেলিম কৃষিজমি ও জীবিকা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন। তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমি শহীদ মিনারে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
আমার সাথে ছিলেন শহীদদের আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা, ভূমি আন্দোলনের অন্যান্য অংশগ্রহণকারীরা যাঁরা অমানবিক বর্বরতার শিকার হয়েছিলেন। অনুষ্ঠানটি অরাজনৈতিক জনগণের আন্দোলনের নায়কদের যথাযথভাবে সম্মানিত করেছে।”