নিউজ ডেস্ক: মঙ্গলবার সকালে এক চিকিৎসককে পিষে দিল ডাম্পার। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাঁকে। ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে। চালককে হেফাজতে নিয়েছে হাওড়ার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভাশিস ঘোষ পেশায় চিকিৎসক। উত্তরপাড়ার বাসিন্দা। রোজকার মতোই এদিন সকালে তিনি বাইক নিয়ে নার্সিংহোমে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি ব্রিজে ওঠার পরই দুর্ঘটনাটি ঘটে। এইসময় ব্রিজে একটি ডাম্পারও ছিল।
পুলিশ জানিয়েছে, সাঁতরাগাছি ব্রিজে ওঠার পর মোটরবাইক আরোহী চিকিৎসক ডাম্পারটিকে বাঁদিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি তাঁকে রেলিংয়ের সঙ্গে পিষে দেয়। শুভাশিসবাবুকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ডাম্পার চালককে আটক করেছে। গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে।