নিউজ ডেস্ক: কলকাতা ফেরার পথে গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরকে কেন্দ্র করে এরিয়াল সার্ভে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল, স্থল ও আকাশপথে প্রহরা জোরদার করার জন্য সর্বস্তরে নির্দেশ দিয়েছেন তিনি । মঙ্গলবার দু’দিনের গঙ্গাসাগর সফর সেরে কলকাতায় ফেরার পথেই সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এক সরকারি অনুষ্ঠানে যোগদান করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মেলা ও উৎসবকে কেন্দ্র করে জঙ্গিরা সুযোগ খোঁজে ও সক্রিয় থাকে। সুতরাং যাতে কোনওরকম গোলমাল বা অশান্তির বাতাবরণ সৃষ্টি না হতে পারে সেজন্য সদাসতর্ক থাকতে পুলিশ ও জেলা প্রশাসনকে ফের একবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে সুন্দরবন পুলিশ জেলার অধীনে কাকদ্বীপ লট নম্বর আট, হারউড পয়েন্টে নতুন থানা ও সেইসঙ্গে গঙ্গাসাগর কোস্টাল থানা চালু করা হয়েছে তা উল্লেখ করেছেন। প্রতিবেশী দেশ বাংলাদেশ নিয়েই জেলা প্রশাসন ও জেলা পুলিশকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর হেলিপ্যাড থেকে আকাশে কলকাতা উড়ে যাওয়ার পথেই তাৎপর্যপূর্ণ ভাবেই এরপর এরিয়াল সার্ভে করেছেন তিনি। মেলা চলাকালীন সময়েই অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে পরামর্শও দিয়েছেন। ভারতীয় নৌ সেনা ও উপকূল রক্ষীবাহিনীকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। ড্রোনের সংখ্যা বৃদ্ধি ও ওয়াচ টাওয়ার বাড়িয়ে তুলতে পরামর্শ দিয়েছেন।