নিউজ ডেস্ক: গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং খাদ্য ও জন সংভরণ দপ্তর পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবার তেলিয়ামুড়া শহরের গৌরাঙ্গ টিলা এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল ৩১টি গ্যাস সিলিন্ডার সহ বেশ কিছু ব্লু-বুক (কনজিউমার বুক)।
মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর আসে শহরের গৌরাঙ্গ টিলা এলাকার বাসিন্দা প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে বিপুল পরিমাণে এল.পি.জি সিলিন্ডার মজুত রয়েছে। প্রাপ্ত খবর মোতাবেক মহকুমা প্রশাসনের ডি.সি.এম. অমিত রায় চৌধুরী, খাদ্য ও জনসংভরণ দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী, ফুড ইন্সপেক্টর দীপঙ্কর সাহা সহ তেলিয়ামুড়া থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে এল.পি.জি ভর্তি ১৮টি সিলিন্ডার এবং ১৩টি খালি সিলিন্ডার বাজেয়াপ্ত করে।
এই বিষয়ে ডি.সি.এম. অমিত রায় চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূলত এদিনের এই অভিযান করা হয়েছে। জনবহুল এলাকায় এল.পি.জি. সিলিন্ডার মজুত করা সম্পূর্ণ বেআইনি। তিনি আরও জানিয়েছেন, মজুতকৃত এল.পি.জি. সিলিন্ডারগুলির উৎস কি তা খতিয়ে দেখা হবে। কারণ অত্যাবশ্যক পণ্য আইন অনুযায়ী গ্যাস সিলিন্ডার মজুত রাখা সম্পূর্ণ বেআইনি। এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে জানিয়েছেন ডি.সি.এম. অমিত রায় চৌধুরী।