নিউজ ডেস্ক: মুম্বইয়ের সাইন হাসপাতালের কাছে আগুন লাগল একটি বহুতল আবাসনে। যদিও, আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই দমকল কর্মীদের চেষ্টায় আয়ত্তে এসেছে। বুধবার সকালে সাইন হাসপাতালের কাছেই একটি বহুতল আবাসনে আগুন লাগে। ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে।
খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল অফিসার সি আর পওয়ার বলেছেন, শর্টসার্কিটের কারণে আগুন লেগেছিল, যা নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের বিষয়ে আমাদের কাছে কোনও খবর নেই। তদন্ত করে দেখা হচ্ছে।