নিউজ ডেস্ক: ওড়িশার ভুবনেশ্বরে ১৮-তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন বুধবার সকালে শুরু হয়েছে। প্রায় ৭৫টি দেশের ৬ হাজারের বেশি প্রবাসী ভারতীয় সম্মেলনে অংশ নিচ্ছেন। ওড়িশা সরকার প্রতিনিধিদের সামনে রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছে। প্রথম দিন সম্মেলনে অংশ নেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া প্রমুখ।
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে বিস্তৃত ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত থাকবে যা ভারতের উন্নয়ন এবং ভারতের বৈশ্বিক মর্যাদা গঠনে প্রবাসী ভারতীয়দের অবদানকে তুলে ধরে।