নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের রামগড় জেলার মঠবাতাঁর গ্রামে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে স্কুল পড়ুয়া বোঝাই একটি অটোর সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রাকের। ঘটনাস্থলেই অটোতে থাকা ৩ শিশু স্কুলছাত্র ও চালকের মৃত্যু হয়।
জানা গেছে, এই দুর্ঘটনায় অটোয় থাকা স্কুলের অন্যান্য শিশু পড়ুয়ারাও আহত হয়েছে। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তারা। এক পুলিশ আধিকারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পড়ুয়াদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।