নিউজ ডেস্ক: মালদায় বৈষ্ণবনগরের ১৬ মাইল এলাকা থেকে ২১ হাজার ৪২৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ সহ ভিন্ন রাজ্যের এক বাসিন্দাকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ ও কালিয়াচক থানার যৌথ অভিযানে ১২ নম্বর জাতীয় সড়কের ১৬ মাইল এলাকায় মালদাগামী একটি ট্রাক আটক করে। এরপর ওই ট্রাকের মধ্যে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২১ হাজার ৪২৫ বোতল নিষিদ্ধ কফ সিরাফ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা।
অনুমান, মাদক হিসেবে ব্যবহারের জন্যই ওই বিপুল পরিমাণ কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। চোরা বাজারে যেগুলি প্রায় দেড় কোটি টাকায় বিক্রি হতো। ট্রাক ভর্তি মাদক কফ সিরাপ কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ।
ধৃত ট্রাকচালক অপু দাস ত্রিপুরার ধারমানগর দক্ষিণ জেলার বাসিন্দা। তল্লাশিকে ফাঁকি দিতে প্লাস্টিক জার এবং চটের মোড়কে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ কফ সিরাপ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালিয়াচক এসডিপিও ফাইসাল রেজা, বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার সহ বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।