নিউজ ডেস্ক: রাজস্থানে এক জেইই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কোটার জওহর নগর থানার অন্তর্গত আনন্দ কুঞ্জ নামক একটি হোস্টেলে। মৃত ছাত্রের নাম নীরজ জাট (১৯), সে হরিয়ানার মহেন্দ্রগড়ের বাসিন্দা।জানা যায় ,দুই বছর কোটায় থেকে প্রস্তুতি নিচ্ছিলেন।হোস্টেলের এক কর্মী জানান ,মঙ্গলবার সন্ধ্যায় নীরজ তাঁর বন্ধুর সঙ্গে রাতের খাবার খেতে এসেছিলেন কিন্তু তাঁকে তখন দেখে মনে হয়নি সে এমন পদক্ষেপ নিতে চলেছে।রাতে আচমকাই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
এক পুলিশ আধিকারিক জানান , পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত করা হবে।প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। কিন্তু সুস্পষ্ট কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। তদন্ত শুরু করেছে পুলিশ।