নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে কালীপীঠ থানার অন্তর্গত এক গ্রামে। জানা যায়, একটি বাইককে সামনের দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন লরি ধাক্কা দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে আহত বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এক পুলিশ আধিকারিক জানান, বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে পুলিশ। যুবকের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।