নিউজ ডেস্ক: গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সকল পুণ্যার্থীদের নিরাপত্তা ও সহায়তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ। কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার ক্যাম্পে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। সেখানে রয়েছে পুলিশের সহায়তা কেন্দ্র ও অন্যান্য জরুরি পরিষেবার ব্যবস্থা। একই সঙ্গে শিয়ালদহ ও কলকাতা স্টেশন সংলগ্ন এলাকাতেও থাকছে পুলিশ বাহিনী। শহরের বিভিন্ন মোড়গুলিতে থাকছে দিক নির্দেশনা। লালবাজার থেকে এমনই বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। তীর্থযাত্রীদের সর্বতোভাবে সহায়তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ।