নিউজ ডেস্ক: বড় দাদার শেষকৃত্য সেরে ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ছোট ভাই সন্টু কর (৩৮)। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কের বেলিয়াতোড় থানার অন্তর্গত কালবেরিয়া মোড়ে। ছোট ভাই সন্টু গঙ্গাজলঘাটির লাগাপাড়ায় জুয়েলারির ব্যবসা করতেন।
এক শ্মশানযাত্রী বলেন, খুড়তুতো দাদার শেষকৃত্য সেরে শ্মশানযাত্রীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সন্টু। একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই সন্টুর মৃত্যু হয়। গুরুতর আহত অন্য এক ব্যাক্তিকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গোটা বেলিয়াতোড়ে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবার ভেঙে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।