নিউজ ডেস্ক: লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বিধবাভাতা দেওয়া সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তাঁর ক্ষমাপ্রার্থনা দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “মমতা ব্যানার্জী সন্দেশখালিতে বলেছিলেন “লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বিধবাভাতা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।”
যেমন কথা তেমন কাজ! মুখ্যমন্ত্রীর বাণীকে ধ্রুব সত্য প্রমাণ করতে চটিচাটা প্রশাসন ও ওনার দলীয় নেতৃত্ব মাঠে নেমে পড়েছেন। লক্ষ্মীর ভান্ডার প্রাপক সধবা গৃহবধূকে জোরপূর্বক বিধবাভাতা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল নদীয়া জেলার শান্তিপুরের পঞ্চায়েত এবং বিডিও। অনুঘটক সেই কাটমানি খেকো স্থানীয় তোলামূল নেতৃত্ব।
জীবিত মানুষের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু না হওয়া সত্ত্বেও কি করে তার স্ত্রীর নামে বিধবা ভাতা চালু হয়ে গেলো তার তদন্ত হওয়া উচিত। এরকম আরও কত ঘটনা ঘটেছে রাজ্যে তার পূর্ণাঙ্গ তদন্ত চাই।
আমি আগেও বলেছি মুখ্যমন্ত্রী’র এই মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ। আমি বাংলার মা বোনদের মঙ্গল প্রার্থনা করি এবং আবারো দাবি করি এই “লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বিধবাভাতা” সংক্রান্ত মন্তব্যের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা স্বীকার করুন মা বোনদের কাছে।”