নিউজ ডেস্ক: বৃহস্পতিবার প্রবাসী ভারতীয় দিবস। প্রতি বছর ৯ জানুয়ারি এই দিনটি পালিত হয়। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল ভারতের উন্নয়নে বিদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বিদেশে বসবাসকারী ভারতীয়দের প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেশ, জীবনধারা এবং পরিস্থিতিতে পার্থক্য থাকা সত্ত্বেও, আমরা সকলেই সর্বদা ভারতীয় সংস্কৃতি এবং মানবতার সুতোয় এক হয়ে গেছি। আসুন আমরা অঙ্গীকার করি যে আমরা ভারতের পুনর্গঠনে অংশীদার হব।