নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ওড়িশার ভুবনেশ্বরে ১৮তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করেন। বিদেশ মন্ত্রক এবং ওড়িশা সরকারের যৌথ আয়োজনে তিন দিনের প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের থিম হল ‘বিকশিত ভারতের সংকল্পে প্রবাসী ভারতীয়দের অবদান’। এদিন প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয় এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। এটি প্রবাসী ভারতীয়দের জন্য একটি বিশেষ পর্যটক ট্রেন।
এই উপলক্ষ্যে ভগবান জগন্নাথ এবং ভগবান লিঙ্গরাজের পবিত্র ভূমিতে সারা বিশ্ব থেকে আসা প্রবাসী ভারতীয়দের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, এটি ভারতে প্রাণবন্ত উত্সবের সময়। কয়েক দিনের মধ্যে প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হবে, মকর সংক্রান্তি, লহরি, পোঙ্গল এবং মাঘ বিহু উৎসবও আসছে। সর্বত্র আনন্দের পরিবেশ। তাছাড়া, ১৯১৫ সালের এই দিনে মহাত্মা গান্ধী দীর্ঘদিন বিদেশে থাকার পর ভারতে ফিরে আসেন। এমন একটি চমৎকার সময়ে ভারতে আপনাদের উপস্থিতি উৎসবের চেতনাকে আরও বাড়িয়ে দেয়।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ওড়িশার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। এছাড়াও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।