নিউজ ডেস্ক: শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ভারত থেকে ফেরানোর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহ অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়েছে। প্রায় একই সঙ্গে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করেছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে বাংলাদেশকে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু বৃহস্পতিবার এক্সবার্তায় লিখেছেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অনির্দিষ্টকালের জন্য থাকার ভিসা দেওয়া ভারতের বগলে থাকা ছোট্ট দেশটিকে নরকে পাঠানোর একটি নম্র, কূটনৈতিক উপায়।”
বার্তার প্রতিলিপি তথাগতবাবু যুক্ত করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মহাম্মদ ইউনূসের দফতরের সঙ্গে।
প্রসঙ্গত, অতি সম্প্রতি ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই সঙ্গে আবার বাংলাদেশের অভিবাসন এবং পাসপোর্ট দফতর হাসিনার পাসপোর্টও বাতিল করেছে।