নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটায় তাণ্ডব চালালো দুই হাতি। যার জেরে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতির আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খাবারের সন্ধানে ফালাকাটার আবাসিক এলাকায় দুটি হাতি ঢুকে পড়ে বলে জানা গেছে। এরপর ওই এলাকায় অবস্থিত বালিকা উচ্চ বিদ্যালয়ের দেওয়াল ভেঙে যায়। এর পরেই ভেঙে যায় জাতীয় সড়কের লোহার রেলিং। এরপর হাতি দুটি সুভাষপল্লী এলাকায় পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ ও বনকর্মীরা। বনকর্মীরা হাতি দুটিকে বনে ফেরত পাঠানোর চেষ্টা করছেন। হাতির হামলায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।