নিউজ ডেস্ক: বুধবার পশ্চিমবঙ্গ পুলিশ মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম থেকে ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। বৃহস্পতিবার এসটিএফ-এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মোট ৪,৩০০টি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। খোশালপাড়া গ্রামের একটি খালি বাড়িতে প্রচুর জাল নোট লুকিয়ে রয়েছে বলে খবর পেয়েছিল পুলিশ। বুধবার তল্লাশি চালিয়ে বাড়ি থেকে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কীভাবে এই জাল নোটগুলি সেখানে পৌঁছল এবং এর পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।