নিউজ ডেস্ক: খনি অঞ্চলে একের পর এক গরু চুরির ঘটনায় ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার চক্র। কখনো পিকআপ ভ্যানে করে রাস্তার ধারের গরু চুরি, আবার কখনো বাড়ির উঠোন থেকে গরু উধাও। বুধবার জামুড়িয়ার বিজয়নগর এলাকায় গরু চুরি করতে গিয়ে পিকআপ ভ্যানসহ এক অভিযুক্তকে হাতেনাতে ধরে গ্রামবাসীরা। তাকে গরুসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।সম্প্রতি এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গরু পাচারের প্রতিবাদে সরব হয়েছে বিজেপির আসানসোল নেতৃত্ব। অন্ডাল থানায় ডেপুটেশন দিয়ে চক্রটি রুখতে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত দুই মাসে ওই এলাকায় ২০টিরও বেশি গরু চুরি হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিজেপি নেতা অভিযোগ করেন, “অন্ডাল, জামুড়িয়া, পান্ডবেশ্বর এলাকায় গরু চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। চোরাই গরুগুলি আশপাশের কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং অজয় নদ পেরিয়ে বীরভূমের বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে। আমরা অন্ডাল থানায় অভিযোগ জানিয়েছি। যদি দ্রুত পদক্ষেপ না করা হয়, তবে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।”
এক স্থানীয় বাসিন্দা জানান, গত সেপ্টেম্বরে তাঁর ৪টি গরু চুরি হয়েছে, যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। সিসিটিভি ফুটেজে গরু চুরির দৃশ্য থাকলেও এখনও কোনও সুরাহা হয়নি। আরও এক বাসিন্দা বলেন , নভেম্বর মাসে তাঁর বাড়ির উঠোন থেকে গরু চুরি হয়ে গেছে।এক পুলিশ আধিকারিক জানান, গরু চুরির ঘটনার তদন্ত শুরু করেছে । গরু পাচার রুখতে এলাকায় টহলদারি এবং কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হবে।