নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নৈহাটি থানার পুলিশ অরবিন্দ রোড এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে। ওই মহিলার নাম শোভা মল্লিক, এবং তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা।
শোভা মল্লিকের সঙ্গে তার দুই সন্তান, এক ছেলে এবং এক মেয়ে ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলার বিরুদ্ধে ১৪ ফরেন অ্যাক্ট মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে ও তার সন্তানদের আজ ব্যারাকপুর আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই মহিলার ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র নেই। প্রাথমিক তদন্তে তার পেছনের উদ্দেশ্য সম্পর্কে জানতে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করার পরিকল্পনা করছে প্রশাসন।