নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে আবারও নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই। বৃহস্পতিবার সকাল থেকে ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুর জেলার সীমান্তে এই গুলির লড়াই শুরু হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এনকাউন্টারে ৩ জন নকশাল নিহত হয়েছে।
সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন সকাল থেকেই নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই চলছে। নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে। সুকমা ও বিজাপুর জেলার সীমান্তবর্তী নকশাল প্রভাবিত এলাকায় নকশালদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযানে রওনা হয়েছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় নকশালরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে। বাহিনীও পাল্টা গুলি চালাতে থাকে। এখনও গুলির লড়াই চলছে বলে জানা গেছে।