নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুর জেনারেল হাসপাতালে মহিলা চিকিৎসককে সুপারের হুমকির অভিযোগ ঘিরে উত্তেজনার মধ্যে আজ সেখানে এলেন বিজেপি নেত্রী এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। হাসপাতালে এসে তিনি সুপার এবং জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন।
এই বৈঠকে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, মহিলা চিকিৎসকদের জন্য পৃথক ঘর ও শৌচাগার নির্মাণ এবং সঠিক রোস্টার প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অর্চনা মজুমদার জানান, মহিলা চিকিৎসকের হুমকির অভিযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদিও ঘটনার সিসিটিভি ফুটেজ এখনও পর্যন্ত সঠিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি, তবে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমি ওই মহিলা চিকিৎসকের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছি। তার নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে তিনি অন্যত্র বদলি হতে পারেন।”
এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা থাকলেও জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর। তদন্তের অগ্রগতি নিয়ে নজর রাখার আশ্বাস দিয়েছেন অর্চনা মজুমদার।