নিউজ ডেস্ক: বুধবার রাতে অন্ডালের মধুসূদনপুর কোলিয়ারি এলাকায় এক অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র। জানা গেছে , গোপন সূত্রে খবর পেয়ে অভিযানের মাধ্যমে একটি দেশি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার উদ্ধার করল অন্ডাল থানার পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানান , ধৃতের নাম রাজেশ তাঁতি। ৩ জানুয়ারি কাজোড়ায় এক মারামারির ঘটনায় তার নাম জড়িত ছিল। এরপর থেকেই তাকে খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রাজেশকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানান, কী কারণে অভিযুক্ত আগ্নেয়াস্ত্র রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।