নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার জাড়া গ্রামের রুই দাসপাড়ায় বৃহস্পতিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা । শখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেলেন শ্রীরাম রুইদাস নামে ৩৫ বছরের এক যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরাম রুইদাস বাড়িতে দুটি কাকাতুয়া পুষতেন। এদিন সকালে পাখি দুটিকে স্নান করাতে তিনি বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে যান। সেই সময় খাঁচা থেকে বেরিয়ে একটি কাকাতুয়া পুকুরের জলে পড়ে যায়। প্রিয় পাখিটিকে বাঁচানোর জন্য তিনি তৎক্ষণাৎ পুকুরে ঝাঁপ দেন।
পাখিটির পেছনে সাঁতার কেটে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে পৌঁছান। সেখানে গিয়ে তিনি দেখেন, পাখিটি মারা গেছে। পাখিটিকে জল থেকে না তুলে পুকুরের পাড়ের দিকে এগোতেই হঠাৎ জলে ডুবে যেতে থাকেন। পাড়া-প্রতিবেশীরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু দীর্ঘ সময় চেষ্টার পরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং সিভিল ডিফেন্সের একটি দল। তারা নিখোঁজ যুবকের খোঁজ চালাচ্ছে। এদিকে, এলাকার বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে শ্রীরামের পরিবার।
পরিবারের সদস্যরা জানান, পাখি দুটি ছিল তার অত্যন্ত প্রিয়। তাদের দেখভালে তিনি বিশেষ যত্নবান ছিলেন। এমন একটি ঘটনায় গ্রামের মানুষজনও মর্মাহত। উদ্ধারকাজ চলমান রয়েছে, তবে এখনও পর্যন্ত শ্রীরামের কোনো খোঁজ মেলেনি।