নিউজ ডেস্ক: শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে শুক্রবার। এমনটাই জানা গেছে হাওয়া অফিস সূত্রে। পৌষ সংক্রান্তির আগে শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে পশ্চিমি ঝঞ্ঝা। ফলে উত্তুরে হাওয়ার পথে বাধা সৃষ্টি হতে পারে।
শুক্রবার ও আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে শুক্রবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিছুটা কমতে পারে তাপমাত্রা। কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। শুক্রবার কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলায়।