নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুর দিন থেকেই কার্যত বাঘের আতঙ্কে ঘুম ছুটেছিল মৈপীঠ কোস্টাল থানার অন্তর্গত শ্রীকান্ত পল্লীর বাসিন্দাদের। আজমলমারি ১১ নম্বর জঙ্গল থেকে মাকড়ি নদী সাঁতরে একটি রয়েল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছিল লোকালয়ে। টানা দু দিনের প্রচেষ্টায় বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিল বন দফতর। সেই রেষ কাটতে না কাটতে ফের বাঘের আতঙ্ক দেখা দেয় দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে। আবারও বৃহস্পতিবার লোকালয়ে মেলে বাঘের পায়ের ছাপ। এবার মৈপীঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদে নদীর পাড়ে পাওয়া যায় বাঘের পায়ের ছাপ। আজমলমারির জঙ্গল থেকে মাকড়ি নদী পার হয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ ঢুকেছে বলে অনুমান ছিল গ্রামবাসীদের।
বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা নদীর পাড়ে গেলে সেখানে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তাঁরাই খবর দেন বন দফতর ও থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা। জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু করে বন দফতর। বাঘ যাতে লোকালয়ের অভ্যন্তরে চলে আসতে না পারে সেজন্য তৎপর হয় বন দফতর। রাতে আগুন জ্বালানো হয় গ্রামের দিকের নদীর পাড়ে। পটকা ফাটিয়ে বাঘকে ভয় দেখানো হয়। এরপর শুক্রবার সকালে বনকর্মীরা জঙ্গল পরীক্ষা করতে গিয়ে দেখেন বাঘ আজমলমারির জঙ্গলে ফিরে গিয়েছে। এতেই আপাতত স্বস্তি ফিরেছে গ্রামে।