নিউজ ডেস্ক: আবারও হিন্দি বিনোদুনিয়ায় অর্জুন চক্রবর্তী। এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘পিঙ্ক’ সিনেমায় স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে নজর কেড়েছিলেন অর্জুন চক্রবর্তী। পরবর্তীতে অবশ্য হিন্দি বিনোদুনিয়ায় তাঁকে আর দেখা যায়নি। তবে এবার টলিপাড়ার অন্দরমহলে জব্বর খবর, হিন্দি ধারাবাহিকে দেখা যাবে অর্জুনকে। ইতিমধ্যেই কলকাতায় চার দিন ধারাবাহিকের শুটিং হয়েছে। দু দিনই সেই সেটে হাজির ছিলেন অর্জুন।
সূত্রের খবর, অর্জুন চক্রবর্তীর হিন্দি ধারাবাহিকে অভিনয় করবেন শ্রুতি বিস্ত। খুব সম্ভবত কালার্স চ্যানেলের সিরিয়ালে দেখা যাবে অর্জুনকে। এই হিন্দি ধারাবাহিকের গল্প লিখেছেন সাহানা দত্ত। যিনি কালার্স এবং ভায়াকমের যৌথ প্রযোজক। এক্ষেত্রে কলকাতাকে কেন্দ্র করেই গল্প এগোবে। মুম্বই এবং কলকাতা দুই শহর মিলিয়ে হবে শুটিং। তবে হিন্দি ধারাবাহিক নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ অভিনেতা আপাতত। কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে? সেই বিষয়ে জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। জানা গিয়েছে, খুব শিগগিরিই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতে চলেছে।