নিউজ ডেস্ক: এবার বড়পর্দায় সারা সেনগুপ্তর প্রত্যাবর্তন। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, সুদূর মায়ানগরীতে বলিউড ছবির হাত ধরেই সারার অভিনয় কেরিয়ারে বড় ব্রেক আসতে চলেছে। সূত্রের খবর অন্তত তেমনটাই। বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় মুখ নিঃসন্দেহে সারা সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বড় মেয়ে ইতিমধ্যেই মডেলিং জগতে নজর কেড়েছেন তাঁর স্টানিং লুক্, উপস্থিতি এবং মার্জিত ব্যক্তিত্বের কারণে। একাধিক আইকনিক ফ্যাশন ব্র্যান্ডের শোতেও দেখা গিয়েছে সারাকে। তার জন্যে প্রশংসাও কুড়িয়েছেন বিস্তর। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন সারা সেনগুপ্ত।
চমক অবশ্য এখানেই শেষ নয়! সলমন খানের ব্যানার থেকে লঞ্চ করা হতে পারে যিশুকন্যাকে। সবকিছু ঠিকঠাক থাকলে যিশু-নীলাঞ্জনার জন্য খুশির খবর আসবে এই নতুন বছরেই।