নিউজ ডেস্ক: একটি বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ। বৃহস্পতিবার রাতে উত্তর প্রদেশের মিরাটে লিসাদি গেট থানা এলাকার একটি বাড়িতে পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মৃতদেহগুলো দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কোনও জিনিস দিয়ে ওই পরিবারের সদস্যদের উপর আঘাত করা হয়েছে। যার জেরেই মৃত্যু হয়ে থাকতে পারে প্রত্যেকের। তদন্ত শুরু করেছে পুলিশ।