নিউজ ডেস্ক: একাধিক অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন মো ফারাহকে বৃহস্পতিবার রাতে টাটা মুম্বই ম্যারাথনের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছে। ১৯ জানুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতায় ৬০ হাজার দৌড়বিদ অংশ নেবেন।
বিশ্বের সেরা ১০টি ম্যারাথনের মধ্যে র্যাঙ্ক করা, এই ইভেন্টে পুরুষদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হেইলে লেমি বেরহানু এবং শ্রীনু বুগাথা সহ বিশ্বের সেরারা উপস্থিত থাকবেন। মহিলাদের নেতৃত্ব দেবেন আবরাশ মিনসেও এবং ঠাকুর নির্মাবেন। মো ফারাহ বলেন, “আমি টাটা মুম্বই ম্যারাথনের যুগান্তকারী ২০তম সংস্করণের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হতে পেরে রোমাঞ্চিত।”