নিউজ ডেস্ক: হাওয়া অফিস সূত্রের খবর, শনিবার পর্যন্ত বাংলায় শীতের আমেজ বজায় থাকবে। পৌষ সংক্রান্তির আগেই উত্তর-পশ্চিম ভারতে হাজির হবে পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীতে বাধা হতে পারে এই ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে এবার সংক্রান্তিও কাটবে ‘উষ্ণ’ই। তবে আগামী সোমবার দার্জিলিংয়ে সম্ভাবনা রয়েছে তুষারপাতের।
অন্যদিকে শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সকালের দিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি। শনিবার আরও বাড়বে কুয়াশা। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।