নিউজ ডেস্ক: কলকাতা বইমেলায় এ বছর স্টল পাচ্ছে না গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে তাদের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। ওই মামলা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। ফলে এ বছর বইমেলায় এপিডিআরের স্টল থাকছে না।
বইমেলায় স্টল দিতে দেওয়া হচ্ছে না বলে গিল্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল এপিডিআর। প্রতি বছর কলকাতা বইমেলায় তাদের স্টল থাকে। কেন এ বার সেই অনুমতি দেওয়া হল না, প্রশ্ন তুলেছিল মানবাধিকার সংগঠনটি। তাদের অভিযোগ ছিল, বইমেলায় স্টল বণ্টনে স্বচ্ছতা দেখাচ্ছে না গিল্ড। শুক্রবার হাই কোর্টে সেই মামলার শুনানি ছিল।
উচ্চ আদালতের পর্যবেক্ষণ, গিল্ড কোনও সরকারি কাজ করছে না। এটি একটি বেসরকারি সংস্থা। ফলে গিল্ডের বিরুদ্ধে এই মামলার গ্রহণযোগ্যতা নেই। এপিডিআরকে আদালত কোনও স্বস্তি দিতে পারছে না বলে জানান বিচারপতি সিংহ। তবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এই সংগঠন বইমেলায় স্টলের জন্য আবেদন করতে পারে। এ বছর কলকাতা বইমেলা শুরু হচ্ছে ২৮ জানুয়ারি থেকে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।