নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য শুক্রবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজও। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় প্রার্থীরা আগামী ১৭ তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চলতি মাসের ২০ তারিখ।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট গ্রহণ। গণনা ওই মাসের ৮ তারিখ। ৮৩ লক্ষেরও বেশি পুরুষ এবং ৭১ লক্ষের বেশি মহিলা-সহ মোট ভোটার সংখ্যা এক কোটি ৫৫ লক্ষের অধিক। আম আদমি পার্টি সবকটি আসনেই তাদের প্রার্থী দিয়েছে। বিজেপি ২৯ টি এবং কংগ্রেস ৪৮ টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে। মূলত এই তিন দলের মধ্যেই লড়াই হচ্ছে।