নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের রামবন জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল লোহা বোঝাই লরি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রামবন জেলার জাতীয় সড়কে।
এক পুলিশ আধিকারিক জানান, লোহা বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরই উদ্ধারকাজ শুরু হয়। শুক্রবার সকালে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।