নিউজ ডেস্ক: গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল বাস, গুরুতর জখম ৪ জনের মধ্যে রয়েছে এক শিশুও। জানা যাচ্ছে, আহতদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক।
বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস প্রথমে গার্ডরেলে ধাক্কা মারে। তারপর ফুটপাথে উঠে যায়। মিনিবাসটিকে আটক করেছে পুলিশ।
ব্যস্ত সময়ে খাস কলকাতার বড়বাজার চত্বরে ওই বাস দুর্ঘটনা হয়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হয় মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থলে। বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল।
জানা গিয়েছে, শুক্রবার সকালে হাওড়া থেকে শিয়ালদহ যাচ্ছিল ওই যাত্রী ভর্তি বাসটি। মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থলে ঘটে দুর্ঘটনা। ব্রেক ফেল করে বাসটি। বেঁকে গিয়ে ধাক্কা দেয় ফুটপাথে। সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন ৪ মহিলা। বাসটি একেবারে পিষে দেয় তাঁদের। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে।
খবর পেয়েই পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় আহতদের পাঠানো হয় হাসপাতালে। সেখানেই এক মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।
সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি নতুন। তা সত্ত্বেও কেন এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে বাসটির যান্ত্রিক গোলযোগ আগে থেকেই ছিল কি না, বা গোলযোগ রয়েছে জানা সত্ত্বেও রাস্তায় নামানো হয়েছিল কি না, তা জানার চেষ্টায় তদন্তকারীরা। এদিকে ইতিমধ্যেই মৃতার বাড়িতে খবর দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ৩১ ডিসেম্বর তেলেঙ্গাবাগানে বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছিল একজনের। ফের কলকাতায় বাসের দৌরাত্ম্য সামনে এল।