নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার জেরে কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজনকে দিল্লির এইমসে ভর্তি করেছে পুলিশ। খুনের মামলায় সাজাপ্রাপ্ত ছোটা রাজন বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, একদা দাউদের বিশ্বস্ত অনুচর রাজন সাইনাসের সমস্যায় ভুগছে। তার অস্ত্রোপচারও করা হতে পারে। এর আগে ২০২১ সালে পেটের সমস্যা নিয়েও এইমসে ভর্তি হয়েছিল সে। উল্লেখ্য, ২০০১ সালের মে মাসে হোটেল ব্যবসায়ী জয়া শেট্টিকে খুনের ঘটনায় গত বছরই মুম্বইয়ের বিশেষ আদালত যাবজ্জীবনের সাজা দিয়েছে রাজনকে। জয়ার হোটেলে ঢুকেই তাঁকে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। তদন্তে জানা যায়, তোলার টাকা দিতে রাজি না হওয়ার ফলেই খুন হতে হয়েছে তাঁকে। পুলিশ জানতে পারে এই ঘটনায় সরাসরি যোগ রয়েছে রাজনের। এরপরই ২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালে এই মামলায় যাবজ্জীবন হয় তার। পাশাপাশি ২০১৮ সালে সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলাতেও যাবজ্জীবনের সাজা হয়েছে রাজনের।