নিউজ ডেস্ক: উত্তর প্রদেশে বৃহস্পতিবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের গাড়ি। ঘটনাটি ঘটেছে মুথিগঞ্জ থানার অন্তর্গত রাম ভবন মোড়ের কাছে। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানান , বৃহস্পতিবার গভীর রাতে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর কল্যাণী নন্দ গিরি তাঁর এক ভক্তের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। মহাকুম্ভ নগরের রাম ভবন মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়িতে থাকা সবাইকে প্রাথমিক চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়।