নিউজ ডেস্ক: শহর থেকে শহরতলি, সর্বত্রই জমজমাট ঠান্ডা। পৌষ সংক্রান্তির আগে কনকনে শীতের আমেজ গ্রাম বাংলাতেও। পারদ-পতনে কাঁপছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি। শনিবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম।
শনিবার সকালে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই কনকনে শীতের আমেজ অনুভূত হয়েছে। কলকাতার তুলনায় শীত অনেকটাই বেশি গ্রামাঞ্চলে। তবে রবিবার থেকেই তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমি ঝঞ্ঝার কারণে জাঁকিয়ে শীত পড়বে না পৌষ সংক্রান্তিতেও।
শনিবার পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই কম ছিল। ঠান্ডায় দার্জিলিংকে প্রায় ছুঁয়ে ফেলেছে পশ্চিমের এই জেলা। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি। দার্জিলিঙের (৫ ডিগ্রি) সঙ্গে ব্যবধান মাত্র দেড় ডিগ্রির। পশ্চিমের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা কম।