নিউজ ডেস্ক: এক বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামে। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম জসিমুদ্দিন (৭৫)। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী সাহেনা বিবি (৪৫)। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে বাড়ির বারান্দায় জসিমুদ্দিন এবং সাহেনা একসঙ্গে ঘুমাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী আচমকা তাঁদের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। তাঁদের আর্তনাদে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় জসিমুদ্দিন এবং সাহেনাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হলে তাঁদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় জসিমুদ্দিনের। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী সাহেনা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই খুনের ঘটনার তদন্তে নেমেছে।