নিউজ ডেস্ক: শিয়ালদহর ফুটপাত থেকে সোজা ক্যামেরার সামনে! পরোটা বিক্রেতা ‘রাজুদা’ এবার ওয়েব সিরিজে। এই খবর মোটামুটি এখন সবাই জানেন। আর এবার সেই রাজুই এলেন ওয়েব সিরিজের প্রচারে! প্রকাশ্য়ে এল সেই ভিডিও। যা দেখে সোশাল মিডিয়ায় ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে হইচই।
প্রকাশ্যে এসেছে অনির্বাণ চক্রবর্তীর নতুন ‘একেনবাবু’ সিরিজের একটি প্রচার ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সকাল সকাল কলকাতার রাস্তায় কচুরি খাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন অভিনেতা অনির্বাণ ওরফে একেনবাবু। অন্যদিকে, রাজুদার পরোটার দোকেন উপচে পড়া ভিড়। সেখানেই এসে পৌঁছন একেনবাবু। ৩০ টাকায় ৩ টে পরোটা চেটেপুটে খেয়ে একেনবাবুর সেকি তৃপ্তি। পেট ভর্তি পরোটা খেয়ে রাজুদার নতুন নামকরণ করলেন একেনবাবু- ‘পকেটদার রাজু পরোটা।’ এই প্রচার ভিডিওই এখন ভাইরাল।