নিউজ ডেস্ক: আরাবুল ইসলামের অস্বস্তি আরও বাড়ল। এবার সাসপেন্ড হওয়া আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে আরাবুল ও তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে। বিজয়গঞ্জ থানায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
গত বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে আরাবুল ও সওকত অনুগামীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। আরাবুল ও তাঁর ছেলের নির্দেশেই হামলা, এই অভিযোগে থানার দ্বারস্থ হয় তিন স্থানীয় বাসিন্দা। আরও ৯ আরাবুল অনুগামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, ১ জন ইতিমধ্যেই গ্রেফতার।