নিউজ ডেস্ক: সমাজ মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ নির্বাচক প্যানেল তাঁকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিজেকে উপলব্ধ করতে বলার পর তামিমের ঘোষণা আসে। তামিম পোস্টের মাধ্যমে বলেন ,“আমি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলাম। সেই দূরত্ব বজায় থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। আমি অনেকদিন ধরে এই বিষয়ে চিন্তা করছিলাম। এখন যেহেতু চ্যাম্পিয়নস ট্রফির মতো একটি বড় আসর সামনে আসছে, আমি কারও মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চাই না, যার ফলে দল তাঁদের মনোযোগ হারাতে পারে। অবশ্যই, আমি এটি আগেও চাইনি”।
২০০৭ সালের ফেব্রুয়ারিতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে তামিমের আন্তর্জাতিক অভিষেক হয়। তিনি শীঘ্রই ফরম্যাট জুড়ে তাঁর চিহ্ন তৈরি করেন, বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।মুশফিকুর রহিমকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাঁ-হাতি এই ব্যাটার। সব ফরম্যাটে বাংলাদেশি ব্যাটারের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরিও রয়েছে তামিমের।
আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল:
টেস্ট : ৭০টি, ৫১৩৪ রান, গড় ৩৮.৮৯, সেঞ্চুরি ১০টি, সর্বোচ্চ ২০৬
ওডিআই : ২৪৩টি, ৮৩৫৭ রান, গড় ৩৬.৬৫, সেঞ্চুরি ১৪টি, সর্বোচ্চ ১৫৮ রান
টি-টোয়েন্টি : ৭৮টি, ১৭৫৮ রান, গড় ২৪.০৮ সেঞ্চুরি ১টি, সর্বোচ্চ ১০৩