নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের কনৌজ রেল স্টেশনে নির্মীয়মান কাঠামো ভেঙে বড়সড় বিপত্তি! শনিবার কনৌজ রেল স্টেশনের নির্মীয়মান লিন্টন-সহ লোহার রড ও কাঠামো ভেঙে পড়ে। নীচে চাপা পড়ে যান অনেকজন শ্রমিক। মোট ২৩ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। সবাইকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তর প্রদেশের মন্ত্রী অসীম অরুণ বলেছেন, “কনৌজ রেলওয়ে স্টেশনে নতুন টার্মিনালের কাজ চলছিল, শনিবার নির্মীয়মান কাঠামো ভেঙে পড়ে। ২৩ জনকে উদ্ধার করা হয়েছে, ২০ জন সামান্য আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে। ৩ জনের অবস্থা গুরুতর, তাঁদের লখনউতে রেফার করা হয়েছে। আরও কয়েকজন আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।রেলওয়ে বোর্ডের সদস্য সত্যেন্দ্র প্রতাপ সিং বলেছেন, “রেলের অমৃত ভারত যোজনার অধীনে তিনটি স্টেশন নির্বাচন করা হয়েছিল, যার মধ্যে কনৌজকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখানে একটি নির্মীয়মান লিন্টন ভেঙে পড়েছে। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিয়েছে, স্থানীয় জনগণও উদ্ধার কাজে সহায়তা করেছে। তদন্ত করা হবে।”